অাকাশ বিনোদন ডেস্ক:
ব্যতিক্রমী সব মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। বিষয়টি হয়তো হিরো আলম ভক্তরা বিশ্বাস করতে চাইবেন না। মঈন বিশ্বাসের পরিচালনায় ও প্রযোজনায় ‘মার ছক্কা’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন হিরো আলম। সিনেমার কাজ শেষ হয়ে গেছে। হিরো আলম এখন বড় পর্দায় নিজের অভিষেকের বিষয়ে অপেক্ষার প্রহর গুণছেন।
হিরো আলম বলেন, ‘মার ছক্কা’ আমার প্রথম সিনেমা। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। এ জন্য সত্যিই নির্মাতার কাছে কৃতজ্ঞ। আশা করি সবাই এই সিনেমাটি হলে গিয়ে দেখবেন।
এতে আরও অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুণা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা প্রাবন, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।