অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দ্বিতীয় আসর শুরু হবে আগামীকাল শুক্রবার। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে টুর্নামেন্টের নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাব। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে বেলা পৌনে ৭টায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব।
এবারের আসরের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। তবে টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে না। টুর্নামেন্টের ১৩২টি ম্যাচের মধ্যে ১২১টি ম্যাচ সম্প্রচার করবে বাংলা টিভি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সাইফ পাওয়ার ব্যাটারি। সরাসরি খেলা সম্প্রচার নিয়ে বাংলা টিভির সঙ্গে একটি চুক্তি করেছে সাইফ পাওয়ার ব্যাটারি।
বিপিএল ফুটবলের প্রথম আসরের টাইটেল স্পন্সর ছিল জেবি গ্রুপ। গত বছর ৪ কোটি টাকায় স্পন্সরশিপ নিয়েছিল কোম্পানিটি। এবার স্পন্সরশিপের জন্য বিপিএল ফুটবলের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দেড় কোটি টাকার চুক্তি করেছে সাইফ পাওয়ার টেক-এর সহযোগী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার ব্যাটারি। আর প্রথম বারের মতো এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাইফ পাওয়ার ব্যাটারির দল সাইফ স্পোর্টিং ক্লাব।
গত বছর বিপিএল ফুটবল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং গোপালগঞ্জের ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ভেন্যু কমিয়ে দুইটিতে নামিয়ে আনা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল ফুটবল দ্বিতীয় আসরের সবগুলো ম্যাচ। প্রথম ৪ রাউন্ডের সবগুলো ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পঞ্চম রাউন্ড থেকে পরবর্তী ম্যাচগুলো চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিপিএল ফুটবলের এই আসরে ১২টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো হলো- ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার ইউনিয়ন ক্লাব, রহমতগঞ্জ এমএফসি, বিজিএমসি, ফরাসগঞ্জ এবং সাইফ স্পোর্টিং ক্লাব।