অাকাশ জাতীয় ডেস্ক:
আইন প্রণয়নে গতিশীলতা আনার জন্য লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির বৈঠকে নিম্ন আদালতের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে।
কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, সফুরা বেগম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং অ্যার্টনি জেনারেল অফিসসহ নিম্ন আদালতের জিপি ও পিপির অফিসকে সার্ভিসে রূপান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
একইসঙ্গে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে আদালত চত্বরে লিগ্যাল এইডের সেবা সম্বলিত বিলবোর্ড প্রদর্শনের সুপারিশ করা হয়। বৈঠকে দেশের আপামর জনসাধারণকে লিগ্যাল এইডের সহায়তা প্রদানে প্রতি জেলায় তিন মাসে একটি করে কর্মশালা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।