অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশের অঞ্চলে পাহাড়ে বসবাসরত জনবসতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী ওই সব এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষগনকে সরে যেতে বলেছেন। তিনি আরো বলেন, এ জন্য সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো।
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার ভোরে পাহাড়ধসে ২ নারী ও তিন শিশুসহ পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সংক্রান্ত বার্তা দিয়েছেন তিনি।
সকাল ১০টা ০৫ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ডিসি বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাত দিয়ে লেখেন, চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।