অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতের ওপর পরমাণু হামলা চালাতে পারে চীন। বুধবার লোকসভায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির নেতা সুপ্রিমো মুলায়ম সিং যাদব।সীমান্ত সন্ত্রাস, ডোকলাম ইস্যু-সহ একাধিক বিষয় নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশন।মুলায়ম বলেন, ‘ভুটান এবং সিকিম রক্ষা করা ভারতের কর্তব্য। চীন আমাদের শত্রু কিন্তু পাকিস্তান নয়।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ ওরা হিন্দুস্তানের কোনো ক্ষতিই করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।মুলায়মের দাবি, পাকিস্তানের মাটি থেকে পরমাণু হামলা করা হবে। আর সেই হামলা করবে চীন।
তার কথায়, বর্তমানে ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে চীন। পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণ’ করে বেইজিং ক্রমাগত ভারতের বিরুদ্ধে ফন্দি আঁটছে। এবং ভারতের বিরুদ্ধে বড়সড় কোনো ষড়যন্ত্র করতেই চীন এখন ব্যস্ত বলেও মন্তব্য করেন মুলায়ম সিং যাদব।