অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিশর জানিয়েছে, তারা কাতারের নাগরিকদের জন্যে অ্যারাইভাল ভিসা বাতিল করতে যাচ্ছে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগের কারণে চার আরব দেশ ও দোহারের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে মিশর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জায়িদ জানান, তবে মিশরীয় দম্পতি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা টুরিস্ট ভিসা পাবে তারা এই পদক্ষেপের আওতায় পড়বে না। খবর এএফপি’র। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-সাবাহ’র সঙ্গে সাক্ষাতের পর সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উল্লেখ্য, আল-সাবাহ এ বিরোধ নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শৌক্রি জোর দিয়ে বলেছেন যে নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে কাতারকে অবশ্যই সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের দাবি পূরণ করতে হবে।