অাকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি শাহরুখ খান সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খোলেন। সেখানে নিজের মুখেই খোলামেলোভাবে বললেন, সম্পর্ক রাখার ব্যাপারে ভয়ঙ্কর খারাপ তিনি। শুধু তাই নয়, পর্দার এমন হাসিখুশি, টকেটিভ নায়কের মুখেই শোনা গেল, রিয়েল লাইফে একেবারেই ভিন্ন স্বভাবের তিনি। যথেষ্ট লাজুক আর অন্তর্মুখীও।
শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রে নিজেকে একপেশেও বলেছেন এসআরকে। শাহরুখ বলেন, আসলে আমি খুবই বিচ্ছিন্ন প্রকৃতির মানুষ। নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করি। আমার আবেগও আমি বাইরে প্রকাশ করি না। তবে নিজের এই অভ্যাসকে বড়পর্দায় অভিনয়ের জন্য আদর্শ বলেও মন্তব্য করেছেন বাদশা।
তাঁর মতে, তিনি রিয়্যাল লাইফে স্বভাবে যা, পর্দায় তাঁর উল্টোটা করেন বলেই সেটা এত আকর্ষণীয় হয়। এ দিন সাক্ষাৎকারে শাহরুখ নিজেই স্বীকার করেন, পৃথিবীর সেরা প্রেমিক না হয়ে বরং ব্যাটসম্যান বা স্পাইডারম্যান বা ফায়ার ফাইটার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু যেটা তিনি আদপেও নন, সেটাই হতে হয়েছে। আর এই কারণেই এত সাফল্য পেয়েছেন প্রেমিকের চরিত্রে বলেও মন্তব্য করেন শাহরুখ।