অাকাশ নিউজ ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত আট জন আহত হয়েছে। আহতের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ি আজিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে।
নিহতের নাম মিঠু আলী (২৮)। তিনি ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রামেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। আহত অপরদিনজন হলেন- নিহত মিঠুর ভাই দুলাল আলী (৩০) ও তার চাচা জিন্নাত আলী (৫০)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া জানান, ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের ওমর হাজির ছেলে শাজাহান আলী (৩৫) বিকেল সাড়ে ৪টার দিকে জমি নিয়ে বিরোধে দুলাল আলীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শাজাহান আলী ও তার লোকজন ধারালো হাসুয়া দিয়ে দুলাল আলী, তার ছোট ভাই মিঠুন আলী ও তাদের চাচা জিন্নাত আলীকে কুপিয়ে জখম করে।
এসময় শাজাহান আলীর বাবা ওমর হাজিসহ উভয় পরিবারের নারীসহ আটজন আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে দুলাল, মিঠু ও জিন্নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায় বলে জানান ওসি সায়েদুর।