অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবির আদলে তৈরি করা হচ্ছে যৌন উত্তেজনাবর্ধক পিল। ওই পিলগুলো হবে গোলাপি ও কমলা রঙের। এরপর বিভিন্ন ওয়েবসাইটে সেগুলো বিক্রি হচ্ছে জানা গেছে।
জানা গেছে, যুক্তরাজ্যের একটি ওয়েবসাইটে এক হাজার পিলের মূল্য রাখা হয়েছে এক হাজার ২০০ ইউরো। এই সব ওয়েবসাইটের বিজ্ঞাপনে বলা হয়েছে, ওই পিল গ্রহণ করলে শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, আনন্দ অনুভূত হয় এবং চাঞ্চল্য বেড়ে যায়। আরেকটি ওয়েবসাইটে বলা হয়, ‘কমলা রঙের মানসম্পন্ন ডোনাল্ড ট্রাম্প ট্যাবলেট। এই পিল আপনার মাথা খারাপ করে দেবে। ’
তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ ধরনের পিল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো কিছু নয়। গত মাসে উত্তেজনাবর্ধক ট্যাবলেট খেয়ে যুক্তরাজ্যের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া মৃত্যু হয় এক কিশোরের।