ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওবায়দুল কাদেরের দেশে থাকা-না থাকার প্রমাণ সরকারের হাতে নেই : শফিকুল আলম বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন : দুলু নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে : ডা. শাহাদাত কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন রাজধানীতে যুবদলের কর্মী সম্মেলন বিজয় দিবসে মোদীর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত লেগেছে স্বৈরাচারের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে : তারেক রহমান ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে : আমির খসরু গোপন কারাগারের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা : তাজুল ইসলাম

বিজয় দিবসে মোদীর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত লেগেছে

আকাশ জাতীয় ডেস্ক :

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে দেখতে পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে- এটা শুধু বাংলাদেশের বিজয়। আমাদের স্বাধীনতাযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ। যদিও সেই যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে।’

আজ মঙ্গলবার সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে জীবিত মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন।

সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববাসী জানেন, আমাদের যুদ্ধটি আমরাই শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে সন্দেহ নেই। আমরা সেটা স্মরণও করি।

নির্বাচনের তারিখ নিয়ে নৌ-উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কার এখনও শেষ হয়নি। সংস্কারের পর নির্বাচন কীভাবে হবে- কখন হবে সময়মতো জানানো হবে।

এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষক দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।

উপদেষ্টা বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দেওয়া যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সেখানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রপথের যোদ্ধা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে মোদীর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত লেগেছে

আপডেট সময় ০৭:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে দেখতে পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু বিশ্ববাসী জানে- এটা শুধু বাংলাদেশের বিজয়। আমাদের স্বাধীনতাযুদ্ধ বিশ্বের বুকে এক অনন্য উদাহরণ। যদিও সেই যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে।’

আজ মঙ্গলবার সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে জীবিত মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন।

সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববাসী জানেন, আমাদের যুদ্ধটি আমরাই শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে সন্দেহ নেই। আমরা সেটা স্মরণও করি।

নির্বাচনের তারিখ নিয়ে নৌ-উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কার এখনও শেষ হয়নি। সংস্কারের পর নির্বাচন কীভাবে হবে- কখন হবে সময়মতো জানানো হবে।

এর আগে সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মেরিনে আমাদের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষক দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।

উপদেষ্টা বলেন, ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। যাতে মেরিন একাডেমিতে পড়াশুনা শেষ করে নৌবাহিনীতে যোগ দেওয়া যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সেখানে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রপথের যোদ্ধা অংশ নেন।