ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা ৪৭ ও ৭১-এ প্রতারিত হয়েছি : হাসনাত আবদুল্লাহ সাদপন্থিরা হাসনাত ও সারজিসের সঙ্গে মিথ্যাচার করেছে: মামুনুল হক ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৭ জন খালাস ওবায়দুল কাদেরের দেশে থাকা-না থাকার প্রমাণ সরকারের হাতে নেই : শফিকুল আলম বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন : দুলু নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে : ডা. শাহাদাত কিংস পার্টির গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে জনগণ: ব্যারিস্টার রুমিন রাজধানীতে যুবদলের কর্মী সম্মেলন বিজয় দিবসে মোদীর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত লেগেছে স্বৈরাচারের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে : তারেক রহমান

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

আপডেট সময় ১১:১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গী মিলগেট কো-অপারেটিভ মার্কেট সংলগ্ন ওয়াপদা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৭টি টুকরো কাপড়ের গুদাম ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে মুন্নু কলোনির ওয়াপদা গেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মার্কেটের একটি গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ফরিদ হোসেন, জসিম উদ্দিন, মামুন মিয়া, হোসেন আলী, আবুল হোসেনের টুকরো কাপড় ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক মামুন মিয়া জানান, ওই মার্কেটে আমার ২টি, ফরিদ হোসেনের ২টি, জসিম উদ্দিনের ১টি, আবুল হোসেনের ১টি ও হোসেন আলীর ১ গুদাম এবং তাতে রক্ষিত মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত করে প্রকৃত কারণ বলা যাবে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ৩০-৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।