ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু নির্বাচনের জন্য ছাত্র-জনতা তাদের রক্ত দেয়নি : মাসুদ সাঈদী ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনাররা :আবদুল মোমেন মন্ত্রণালয়ে রাজাকারের কোনো তালিকা নেই : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে :নাহিদ ইসলাম বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাপান এখন যুদ্ধের মাধ্যম সমাবেশ বা মিছিল নয়, বরং’সাইবার যুদ্ধ: ফখরুল তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা ভুল : হাসনাত আব্দুল্লাহ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিল্লির কাছে সমর্পণের জন্য নয় : রিজভী দেশের মানুষ এখন আর কারও চোখ রাঙানিকে পরোয়া করে না: জামায়াত আমির আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল

ফ্রান্সের রোবটস সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবময় অর্জন

আকাশ জাতীয় ডেস্ক :

ফ্রান্সের ন্যান্সি শহরে হিউম্যানয়েড রোবটস সম্মেলনে আন্তর্জাতিক দুটি সম্মানজনক পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সদ্য স্নাতক সম্পন্নকারী প্রকৌশলী মাইশা হক সারা।

তিনি ফ্রান্সের ন্যান্সিতে অনুষ্ঠিত ‌‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানওয়েড রোবটস ২০২৪’ এ দুটি সম্মানজনক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন। অ্যাওয়ার্ড দুটি হলো – দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আইডিয়া অ্যাওয়ার্ড এবং দি কানাকো মিউরা অ্যাওয়ার্ড।

দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার বিশ্বের বৃহৎ একটি টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন। প্রতিবছর দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বিশ্বের যে সকল শিক্ষার্থী রোবটস এবং অটোমেশন নিয়ে কাজ করেন তাদের মধ্য থেকে একাডেমিক এবং পাঠক্রমবহির্ভূত কার্যকলাপের ওপর ভিত্তি করে আইডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে। এ বছর বিশ্বের ১৫০ জন প্রতিযোগীর মধ্যে মাইশা হকসহ মোট চারজন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড পান।

গত ২২ থেকে ২৪ নভেম্বর ফ্রান্সের ন্যান্সি শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানয়েড রোবটস। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট সম্মেলন। যেসব রোবটের মানুষের মতো হাত-পা, মুখাবয়ব রয়েছে এবং যারা মানুষের মতো হাঁটতে, কাজ করতে এবং কথা বলতে সক্ষম, তাদের হিউম্যানয়েড রোবট বা সংক্ষেপে হিউম্যানয়েডস বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার, গবেষক ও মিলিয়ন ডলার রোবোটিক্স কোম্পানির উদ্যোক্তারা তাদের রোবট ও এর ওপর গবেষণা নিয়ে হাজির হয়েছিল ফ্রান্সের এই সু শহরে।

ড. কানাকো মিউরা অ্যাওয়ার্ড এমআইটি-এর বিশিষ্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার ড. কানাকো মিউরার স্মরণে সম্মেলনেই প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের রোবটস সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর গৌরবময় অর্জন

আপডেট সময় ০৯:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

ফ্রান্সের ন্যান্সি শহরে হিউম্যানয়েড রোবটস সম্মেলনে আন্তর্জাতিক দুটি সম্মানজনক পুরস্কার জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সদ্য স্নাতক সম্পন্নকারী প্রকৌশলী মাইশা হক সারা।

তিনি ফ্রান্সের ন্যান্সিতে অনুষ্ঠিত ‌‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানওয়েড রোবটস ২০২৪’ এ দুটি সম্মানজনক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন। অ্যাওয়ার্ড দুটি হলো – দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আইডিয়া অ্যাওয়ার্ড এবং দি কানাকো মিউরা অ্যাওয়ার্ড।

দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার বিশ্বের বৃহৎ একটি টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন। প্রতিবছর দ্যা ইনিস্টিস্টিউট অব ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রেনিক্স ইঞ্জিনিয়ার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বিশ্বের যে সকল শিক্ষার্থী রোবটস এবং অটোমেশন নিয়ে কাজ করেন তাদের মধ্য থেকে একাডেমিক এবং পাঠক্রমবহির্ভূত কার্যকলাপের ওপর ভিত্তি করে আইডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে। এ বছর বিশ্বের ১৫০ জন প্রতিযোগীর মধ্যে মাইশা হকসহ মোট চারজন শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড পান।

গত ২২ থেকে ২৪ নভেম্বর ফ্রান্সের ন্যান্সি শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানয়েড রোবটস। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট সম্মেলন। যেসব রোবটের মানুষের মতো হাত-পা, মুখাবয়ব রয়েছে এবং যারা মানুষের মতো হাঁটতে, কাজ করতে এবং কথা বলতে সক্ষম, তাদের হিউম্যানয়েড রোবট বা সংক্ষেপে হিউম্যানয়েডস বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার, গবেষক ও মিলিয়ন ডলার রোবোটিক্স কোম্পানির উদ্যোক্তারা তাদের রোবট ও এর ওপর গবেষণা নিয়ে হাজির হয়েছিল ফ্রান্সের এই সু শহরে।

ড. কানাকো মিউরা অ্যাওয়ার্ড এমআইটি-এর বিশিষ্ট রোবোটিক্স ইঞ্জিনিয়ার ড. কানাকো মিউরার স্মরণে সম্মেলনেই প্রদান করা হয়।