আকাশ স্পোর্টস ডেস্ক :
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছে পাকিস্তান। বল হাতে এদিন দারুণ পারফর্ম করেছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই একটি মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় পাকিস্তানি বোলার হিসেবে শত উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শাহিন। এর আগে পাকিস্তানি বোলার হিসেবে শত উইকেটের কোটা পার করেছেন শাদাব খান এবং হারিস রউফ।
ডারবানে মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। তবে ইনিংসের শুরুতে প্রোটিয়াদের বিপদে ফেলেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই রাসি ভ্যান ডের ডুসেন এবং পরে ডেভিড মিলার এবং পিটারের উইকেট নেন শাহিন।
শাহিন শত উইকেটের মাইলফলক স্পর্শের দিন একটি রেকর্ডও গড়েছেন। সবচেয়ে কম বয়সে শত উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই পেসার। শত উইকেট পাওয়ার দিন শাহিনের বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট কিউই পেসার টিম সাউদির। নিউজিল্যান্ডের এই পেসার ১২৬ ম্যাচে পেয়েছেন ১৬৪ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হচ্ছে আফগান স্পিনার রশিদ খান। এখন পর্যন্ত এই আফগান লেগি পেয়েছেন ১৫২ উইকেট। আর ১৪৯ উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন সাকিব আল হাসান।