আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটেনে ঘূর্ণিঝড় ড্যারেহর প্রভাবে রেড এ্যালার্ট চলছে। ৯৫ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড বাতাসে গাড়ি উপর গাছ পড়ায় বার্মিংহামে বৃটিশ বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ কাহের হোসেইন শাহীন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি বার্মিংহামের আস্টন এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৫৫ বছর হয়েছে বলে জানা গেছে।
নিহতের মামা ড. মিসবাহুর রহমান বলেন, শনিবার দুপুর ২টার কিছু সময় পরে নিহত শাহীন তার কন্যা সন্তানকে টিউশন থেকে আনার জন্য যান। এসময় আরডিংটন এলাকায় একটি ট্রাফিক লাইটে তিনি গাড়ি নিয়ে অপেক্ষারত অবস্থায় হঠাৎ করে বিশাল একটি গাছ পড়ে গাড়ির উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জরুরি বাহিনী প্রায় ৩/৪ ঘণ্টা চেষ্টায় গাড়ি কেটে শাহীনের মৃতদেহ উদ্ধার করে।
নিহত শাহীনের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার সিকন্দর পুর গ্রামে। তিনি বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেটে নানা প্রজেক্টের ডিরেক্টর ছিলেন।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো ঘূর্ণিঝড়ের প্রভাব চলছে। এতে সারাদেশে রেড ও ইয়োলো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সার দেশে ৫০ হাজারের বেশি বাড়ি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।