ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগে যারা নিরপরাধ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন :ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না :ধর্ম উপদেষ্টা চব্বিশের আন্দোলনের প্রথম সারির নায়ক ছাত্রশিবির: কেন্দ্রীয় সভাপতি আন্দোলন পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসায় রাষ্ট্রপতি শহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারব না : নতুন সিইসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আইসিসি আমরা গর্বিত যে খালেদা জিয়াকে আনতে পেরেছি : প্রধান উপদেষ্টা ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পাকিস্তানের : পররাষ্ট্র মুখপাত্র তৌফিক হাসান জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা শাহজাহান ওমর গ্রেফতার

নেইমারকে চাই না, কারণ এটা হাসপাতাল নয় :পালমেইরাস সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। এর পরেই ব্রাজিল ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। এমনকি কিছু দিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানায়, ৩২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ইতোমধ্যে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে যোগাযোগ করে সবুজ সংকেত দিয়েছেন। এর মানে, নেইমার ব্রাজিলে ফিরে গিয়ে সান্তোসে যোগ দিতে পারেন।

তবে, শুধুমাত্র সান্তোসই নয়, ব্রাজিলের অন্যান্য ক্লাবগুলোও নেইমারের প্রতি আগ্রহ দেখাতে পারে। বিশেষ করে সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসও তার নাম সামনে রেখেছে। তবে, পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। ইউএলও সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, ৬০ বছর বয়সী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেইমারের চোটের পরিস্থিতি নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। তবে, তার খেলার প্রতি অবশ্যই প্রশংসা রয়েছে।

চোট ও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উঠেছে। এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।

এমন আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (হাসপাতাল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারকে চাই না, কারণ এটা হাসপাতাল নয় :পালমেইরাস সভাপতি

আপডেট সময় ০৭:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ আগামী বছরের জুনে শেষ হবে। এর পরেই ব্রাজিল ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। এমনকি কিছু দিন আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানায়, ৩২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ইতোমধ্যে তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে যোগাযোগ করে সবুজ সংকেত দিয়েছেন। এর মানে, নেইমার ব্রাজিলে ফিরে গিয়ে সান্তোসে যোগ দিতে পারেন।

তবে, শুধুমাত্র সান্তোসই নয়, ব্রাজিলের অন্যান্য ক্লাবগুলোও নেইমারের প্রতি আগ্রহ দেখাতে পারে। বিশেষ করে সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসও তার নাম সামনে রেখেছে। তবে, পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। ইউএলও সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, ৬০ বছর বয়সী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেইমারের চোটের পরিস্থিতি নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। তবে, তার খেলার প্রতি অবশ্যই প্রশংসা রয়েছে।

চোট ও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উঠেছে। এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।

এমন আনফিট খেলোয়াড়কে দলে দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো চিকিৎসা বিভাগ (হাসপাতাল) নয়। আমি এমন একজনকে চাই, যে অচিরেই দলে আসতে পারে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে। আনফিট কারও ক্লাবে সই করা আমি মেনে নেব না।’

নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’